রিপন ওঝা, মহালছড়ি:-
মহালছড়ি উপজেলার ক্যায়াংঘাট ইউনিয়নের বাসিন্দা বাবু দিবাকর চাকমা, পশ্চিম ক্যায়াংঘাট এলাকায়(শান্তশীল ঘাট ঘাট) নিকটে বসবাস করেন।
উক্ত বাগানে ৪০শতক জায়গায় ২২০টি বিভিন্ন প্রকার কুল গাছের চাষ করেছেন এবং আশা করছেন যে, প্রতিটি গাছ হতে ১০-১৫ কেজি কুল ছিড়বেন।
তিনি আরো বলেন মহালছড়ি উপজেলা কৃষি অফিস হতে কুল চাষের বিষয়ে সার্বিক পরামর্শসহ সর্বাত্বক সহযোগিতা ও সার কীটনাশক পাওয়ার আশা করেছেন।
তিনি বেকারদের কর্মসংস্থানের উদ্দেশ্যে বলেন, যারা বেকার হিসেবে দিন গুনছেন তারা চাকরির পিছনে না ঘুরে বাগান করার উৎসাহ ও পরামর্শ দিচ্ছেন।
উৎপাদন ব্যয় বাদ দিয়ে বাজার দরে বিক্রি করে ভালো অর্থ উপার্জনের আশা করছেন।
ফল ব্যবসায়িগণ দিবাকর চাকমার নিকট হতে কুল ক্রয় করতে যোগাযোগ করতে কল করুন-01882590119