(রিপন ওঝা,মহালছড়ি)
খাগড়াছড়ির মহালছড়িতে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
নানা কর্মসূচিতে আজ ৪ঠা জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগ মহালছড়ি উপজেলা শাখার কর্তৃক আনন্দ র্যালি ও আলোচনা সভা শেষে কেক কাটার আয়োজন করা হয়েছে।
উক্ত আনন্দ র্যালি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে দলীয় কার্যালয়ে এসে কেক কাটা ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় মহালছড়ি উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জিয়াউর রহমান এর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক রঞ্জিত দাশ এর সঞ্চালনা করেন।
আজকের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি রতন কুমার শীল ও বিশেষ অতিথি হিসেবে মহালছড়ি উপজেলা আওয়ামী লীগ’র সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মী উপস্থিত ছিলেন।