(রিপন ওঝা,মহালছড়ি)
পার্বত্য চট্টগ্রামের ঐতিহাসিক পার্বত্য শান্তিচুক্তির ২৫ তম বছর পূর্তি উপলক্ষ্যে মহালছড়ি জোন র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এ দিনটিকে ঘিরে দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচী গ্রহন করেছে মহালছড়ি জোন।
আলোচনায় বক্তারা, পার্বত্য চট্টগ্রামে শান্তিচুক্তির ফলে ব্যপক হারে যে উন্নয়ন সাধিত হয়েছে এবং সেই উন্নয়নের ধারা একই হারে অব্যাহত রয়েছে সে বিষয়ে বিশদ আলোচনা করেন। বক্তারা আরো আলোকপাত করেন যে পাহাড়ের মানুষ এখন অনেক শান্তিতে ঘুমাতে পারছে, উন্নত রাস্তা ঘাট নির্মিত হওয়ায় যোগাযোগ ব্যবস্থা সজলভ্য হয়েছে এবং সহজেই ব্যবসা বাণিজ্য করে তারা আর্থিক ও মানসিক উভয় শান্তি লাভ করছে। বর্তমান সরকারের উন্নয়নের এ ধারাকে অব্যহত রাখতে তারা সরকারের পাশাপাশি স্থানীয় সবাইকে এগিয়ে আসার আহবান জানান।
দিনব্যাপী কর্মসূচীর মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষুধ বিতরন করেন মহালছড়ি জোনের একটি চিকিৎসা টিম। এছাড়া, শীতার্ত পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরন, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা ও খেলাধূলা উপকরন বিতরন এবং সন্ধ্যায় সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য যে, ১৯৯৭ সালের এই দিনে সরকার ও জনসংহতি সমিতির মধ্যে ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। ১৯৯৭ সালের ২ রা ডিসেম্বর সরকারের পক্ষে তৎকালিন চিফ হুইপ আবুল হাসনাত আবদুল্লার সঙ্গে শান্তিচুক্তিতে স্বাক্ষর করেছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা। চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে শান্তিবাহিনীর দীর্ঘ প্রায় দুই দশকের সংগ্রামের অবসান ঘটে।
২ রা ডিসেম্বর বৃহস্পতিবার সকালে শান্তির প্রতীক পায়রা ও রঙিন বেলুন উড্ডয়নের মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনের পরপরই মহালছড়ি টাউন হল থেকে বের হয় বিশাল এক শোভাযাত্রা। শোভাযাত্রাটি মহালছড়ি সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টাউল হলে এসে আলোচনা সভার মধ্য দিয়ে সমাপ্ত হয়।
আগামী ০৪ ডিসেম্বর বিকেলে শান্তি চুক্তি দিবস উপলক্ষে মহালছড়ি উপজেলা টিমের সাথে একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হবে।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাছড়ি জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল শাহরিয়ার সাফকাত ভূইয়া, পিএসসি। র্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন মহালছড়ি জোনের জোন অধিনায়ক লেঃ কর্নেল শাহরিয়ার সাফকাত ভূইয়া (পিএসসি), উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, ভাইস-চেয়ারম্যান জসিম উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান সুইনুচিং চৌধুরী, মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হারুন অর রসিদ, মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান সহ সকল ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, মাইসছড়ি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ গিয়াস উদ্দিন লিডার, উপজেলা কাঠ ব্যবসায়ী সমিটির সভাপতি, সম্পাদক সহ সর্বস্তরের জনগন স্বতঃস্ফূর্ত ভাবে উক্ত র্যলী ও আলোচনা সভায় অংশগ্রহণ করে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।