রিপন ওঝা,মহালছড়ি:-
খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার সদর ইউনিয়নের চৌংড়াছড়ি ৬নং ওয়ার্ডের রোয়াজাপাড়ার বাসিন্দা ৬জন সমিতির ন্যায় কৃষক পাহাড়ের পাদদেশে পেপে রেড লেডি জাতের পেপে চাষ করে সাবলম্বী হওয়ার চেষ্টা করছেন।
সরেজমিনে পরিদর্শন করে জানা যায় উক্ত বাগানে অংসাঞো মারমা(৩২), রুইসাপ্রু মারমা(৪০), উষানু মারমা(৩০), ঞোমং মারমা(৩৩), রাংপ্রু মারমা(৫৫), উসামং মারমা (৪৫) নামের ৬জন একত্র হয়ে সমিতি গঠন করে প্রায় ৫/৬ বিগা জমিতে পেপে রেড লেডি চাষ করে চলতি বছরে ১৫/১৬লক্ষ টাকা আয় করে সাবলম্বী হওয়ার চেষ্টা করছেন। তারা আরো জানান এই পেপে বাগানের বয়স প্রায় ৩বছর।
কৃষকগণ আক্ষেপের সাথে সাথে মহালছড়ি উপজেলা কৃষি অফিস হতে মৌখিক পরামর্শ ছাড়া সরকার প্রদত্ত সুযোগ সুবিধা পায় না, এমনটাই বললেন।