রিপন ওঝা,মহালছড়ি:-
খাগড়াছড়ি মহালছড়িতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
মহালছড়ি উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠন কর্তৃক জন্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবস উপলক্ষ্যে
জয় বাংলা জয় বঙ্গবন্ধু, লও লও লও সালাম, শেখ শেখ মুজিব, লও লও লও সালাম, শুভ শুভ দিন জাতির পিতার জন্মদিন, আজকের এ দিনে মুজিব তোমায় মনে পড়ে,লাল সবুজের পতাকায় মুজিব তোমায় দেখা যায়, উন্নয়নের সরকার বারবার দরকার, শেখ হাসিনার সরকার বারবার দরকার ইত্যাদি স্লোগানে স্লোগানে র্যালি মুখরিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী দলীয় কার্যালয়ে র্যালী শেষে আলোচনা সভা আয়োজন করা হয়েছে।
আজকের কর্মসূচিতে সকাল ৮.০০ মিঃ জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে, সকাল ৮.৩০মিঃ আনন্দ র্যালি শেষে আলোচনা সভা ও কেক কাটা সম্পন্ন হয়েছে।
উক্ত কর্মসূচিতে মহালছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিনের সঞ্চালনায়
বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগ সভাপতি রনজিৎ দাশ, উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক রিপন ওঝা, বঙ্গবন্ধু সৈনিক লীগ সভাপতি বাবলু চৌধুরী, আওয়ামী যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ রেজাউল হক মাসুদ বক্তব্যে রাখেন।
উক্ত কর্মসূচিতে সকল সহযোগী অঙ্গ সংগঠনের সিনিয়র, নেতৃবৃন্দ, উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ ফরিদ, শ্রমিকলীগের সভাপতি মোঃ সাত্তার ও সাধারণ সম্পাদক আশু বিশ্বাস, মহালছড়ি সরকারি কলেজ সভাপতি মোঃ সুমন মিয়াসহ নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।
আজকের দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী তাৎপর্যসহ ও আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি রতন কুমার শীল দিকনির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
আজকের কর্মসূচি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ১৭ মার্চ শুক্রবার উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন,উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড, উপজেলা প্রেসক্লাব, মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়, মহালছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মহালছড়ি আদর্শ চাইল্ড স্কুলসহ প্রায় সরকারি বেসরকারি মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়,সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও প্রতিনিধিগণ, আলোর ফেরিওয়ালা, সেচ্ছাসেবী সংগঠন আনন্দ র্যালি নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপনের মধ্যে দিয়ে যথাযথ মর্যাদায় পালন করেছে।
উক্ত কর্মসূচিতে উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কান্তি চাকমা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবাইদা আক্তারের সভাপতিত্বে প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ের সকল শিক্ষার্থীদের রচনায়, চিত্রাঙ্কনে বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।