রিপন ওঝা, মহালছড়ি
খাগড়াছড়ি জেলার মহালছড়িতে জোনের আওতাধীন এলাকায় সেনাবাহিনী কর্তৃক আজ ২৯ ডিসেম্বর বিশেষ টহল চলাকালীন প্রত্যন্ত এলাকায় সম্পূর্ণ রূপে আগুনে পুড়ে যাওয়া একটি ঘর খুঁজে পায়।
টহলরত অবস্থায় জানা যায় প্রায় এক সপ্তাহ পূর্বে অগ্নিকান্ডে ঘরটি সম্পূর্ণভাবে পুড়ে যায় এবং বাড়ির মালিক গৃহহীন হয়ে পড়ে। এমতাবস্থায়, মহালছড়ি জোন কর্তৃক আর্থিক অনুদান ও শীতবস্ত্র বিতরণ করেন।
পাশাপাশি স্থানীয় চেয়ারম্যানকে বিষয়টি অবহিত করা হয়। জোন অধিনায়ক ঘরটি পুনঃনির্মাণের আশ্বাস প্রদান করেন। মহালছড়ি জোনের এই উদ্যোগে এলাকাবাসী অত্যন্ত আনন্দিত। বাংলাদেশ সেনাবাহিনীর এই প্রচেষ্টা তাদের জীবন যাত্রার মানকে আরো উন্নত করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।