রিপন ওঝা, মহালছড়ি:-
খাগড়াছড়ি জেলার মহালছড়িতে উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠন কর্তৃক দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে আজ ১৪ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে।
১৯৭১ সালের ১৪ডিসেম্বরে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী, রাজাকার, আলশামস,শান্তি কমিটি পরিকল্পনা করে বাংলার শ্রেষ্ঠ সূর্য সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। বুদ্ধিজীবীদের হত্যার ঠিক দুই দিন পর ১৬ ডিসেম্বর জেনারেল নিয়াজির নেতৃত্বাধীন বর্বর পাকিস্তানী বাহিনী আত্মসমর্পণ করে এবং স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।
উক্ত দিবসে উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও ভক্তসমর্থক উপস্থিত ছিলেন। প্রধান বক্তা সভাপতি রতন কুমার শীল বক্তব্য রাখেন ও সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন সঞ্চালনায় ছিলেন এবং উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি চিন্তাহরন শর্মা স্বাগত বক্তব্য রাখেন।
এছাড়াও উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক, যুবলীগের সাধারন সম্পাদক রেজাউল হক মাসুদ, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম,ছাত্রলীগ সাধারণ সম্পাদক রনজিত দাশ,সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ হামিদুল ইসলাম বক্তব্য রাখেন।