রিপন ওঝা, মহালছড়ি প্রতিনিধি:-
খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলা আওয়ামী লীগ পরিবারের অভিভাবকদ্বয় সভাপতি রতন কুমার শীল ও সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন কে হ্লাশিং মং চৌধুরীর পক্ষ হতে ফুলেল সংগ্রামী শুভেচ্ছা বিনিময় করেন এবং সেই সাথে মহালছড়ি উপজেলা কৃষকলীগের পক্ষ হতে নব মনোনীত হ্লাশিং মং চৌধুরীকে ফুলেল সংগ্রামী শুভেচ্ছা জানানো হয়েছে।
এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি রতন কুমার শীল ও সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হ্লাশিং মং চৌধুরী, উপজেলা কৃষকলীগ সভাপতি মোঃ ফরিদ, সহসভাপতি কালায়ন তালুকাদার, সাধারণ সম্পাদক রিপন ওঝা,যুগ্ম সাধারণ সম্পাদক জয় চৌধুরী, মোঃ কুরাইসিন,
সাংগঠনিক সম্পাদক ধনঞ্জয় চৌধুরী, মুবাছড়ি ইউনিয়ন কৃষকলীগ সভাপতি রুইসাউ মারমা ও সাধারণ সম্পাদক আথুইমং মারমা উপস্থিত ছিলেন।
১১মার্চ রোজ শনিবার খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠে জেলা কৃষকলীগে কাউন্সিলে কেন্দ্রীয় ঘোষনাক্রমে খাগড়াছড়ি জেলা কৃষকলীগের ক্রা এ এ এগ্রো ফার্মের কর্ণধার হ্লাশিং মং চৌধুরীকে যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন।
খাগড়াছড়ি জেলা কৃষকলীগে হ্লাশিং মং চৌধুরী যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনীত হওয়ায় তিনি জেলা অভিভাবক সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা ও সাধারণ সম্পাদক নির্মেলেন্দু চৌধুরী এবং জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।