রিপন ওঝা, মহালছড়ি:-
মহালছড়ির জোন কমান্ডার লেঃ কর্নেল শাহরিয়ার সাফকাত ভূঁইয়া এর নির্দেশনায় আজ শনিবার ১১ ফেব্রুয়ারী ২০২৩ তারিখে জোন কর্তৃক আর্ত মানবতার সেবায় আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
দাতকুপিয়া আর্মি ক্যাম্পের আওতাধীন সুবলকিষ্ট পাড়া এবং গোলাক্ক পাড়া এলাকা দাঁতকুপিয়া আর্মি ক্যাম্পের সাবজোন কমান্ডার মেজর এস এম ইমরুল কায়েস গরীব ও দুস্থ পাহাড়িদের সাথে কুশলাদি বিনিময় ও নগদ অর্থ প্রদান করেন।এসময় এলাকায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
দুর্গম পাহাড়ি এলাকায় স্থানীয় তৃপন চাকমা (৪১) জ্যাতি লাল চাকমা (২৯) বিকাশ চন্দ্র চাকমা (৩৯) মেচং চাকমা (৩৩) ভূবন জ্যাতি চাকমা (৪৭) আর্য চাকমা (২৭) আর্থিক সাহায্য সহযোগিতা পেয়ে মহালছড়ি জোন তথা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শান্তি-সম্প্রীতি বজায় রাখার উদ্দেশ্যে মহালছড়ি জোন সর্বদা নানা রকম সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ সকল কর্মসূচির ধারাবাহিকতা অব্যাহত থাকবে। স্থানীয় কারবারিদের সাথে কথা বলে জানা যায় এরুপ মহতী উদ্যোগে স্থানীয় জনগন উপকৃত হচ্ছে, তারা এ ব্যাপারে সবাই সন্তুষ্ট হন ও সাধুবাদ ব্যাক্ত করেন।