রিপন ওঝা,মহালছড়ি:-
খাগড়াছড়ি রিজিয়নের মহালছড়ি জোন কর্তৃক মহালছড়ি সরকারি স্কুলের স্কাউট দলকে মহালছড়ি জোন(অদম্য সাতান্ন) কর্তৃক আর্থিক সহায়তা প্রদান করা হয়।
আজ ১৮ জানুয়ারি ২০২৩ রোজ বুধবার ৩২তম এশিয়া প্যাসিফিক রিজিওনাল একাদশ জাতীয় স্কাউট জাম্বুরিতে অংশগ্রহণের জন্য মহালছড়ি সরকারি স্কুলের স্কাউট দলকে মহালছড়ি জোন কর্তৃক আর্থিক সহায়তা প্রদান করা হয়।
উক্ত এ মহতী সময়ে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল শাহরিয়ার সাফকাত ভূইয়া স্কাউট দলকে উদ্দেশ্য করে বলেন স্কাউটিং-এর মূল লক্ষ্য হচ্ছে শিশু, কিশোর- কিশোরীদের শারীরিক, মানসিক, নৈতিক, বুদ্ধিবৃত্তিক এবং সামাজিক গুণাবলী উন্নয়নের মাধ্যমে তাদেরকে পরিবার, সমাজ, দেশ তথা বিশ্বের সুনাগরিক হিসেবে গড়ে তোলে।
তিনি আরো বলেন, শান্তি-সম্প্রীতি বজায় রাখার উদ্দেশ্যে মহালছড়ি জোন সর্বদা নানামুখী উন্নয়নমূলক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও একইভাবে আর্ত মানবতার সেবায় নিয়োজিত থাকবে।
এসময়ে মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিপুল বিকাশ খীসা, স্কাউটস শিক্ষক মোঃ জয়নাল আবেদীন সহ শিক্ষার্থীগণ ও স্থানীয় গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।
মহালছড়ির শিক্ষক মহল ও প্রগতিশীলরা জোনের এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান।