রিপন ওঝা,মহালছড়িঃ-
খাগড়াছড়ি জেলার মহালছড়ি জোনসদরে আজ ২১শে নভেম্বর ২০২২ তারিখে সশস্ত্র বাহিনী দিবস-২০২২ উদযাপনের আয়োজন করা হয়।
উক্ত কর্মসূচি সারাদিন ব্যাপী মহালছড়ি সেনা জোন জাতীয় পতাকা উত্তোলন, বিশেষ দোয়া মাহফিল, বিশেষ দরবার সহ বিভিন্ন আনুষ্ঠানিক কার্যক্রম উদযাযপন করা হয়।
উক্ত এ মহতী কার্যক্রমে প্রধান সমন্বয়ক জোন অধিনায়ক
মহালছড়ি জোনের সম্মানিত জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল শাহরিয়ার সাফকাত ভূইয়া”র সভাপতিত্বে মহালছড়ি উপজেলার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, গন্যমান্য ব্যাক্তিবর্গ এবং অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও কুশলাদি বিনিময় এবং তাঁদের অংশগ্রহণে বিশেষ প্রীতিভোজের আয়োজন করা হয়।
এসময়ে প্রীতিভোজে উপস্থিত ছিলেন ৬ এপিবিএন অধিনায়ক মোঃ আওরঙ্গজেব মাহবুব,পিপিএম, মহালছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রতন কুমার শীল, মহালছড়ি কাঠ ব্যবসায়ি সমিতির সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন আনু, প্রাক্তন প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান পাটোয়ারী, বীর মুক্তিযোদ্ধা চাইলাপ্রু চৌধুরী ও উপজেলা প্রেসক্লাব সভাপতি দীপক সেন ও সাধারণ সম্পাদক মিল্টন চাকমা, আলোর ফেরিওয়ালা সভাপতি ৫নং ওয়ার্ড জনপ্রতিনিধি মোঃ শাহাদাৎ হোসেন এবং অবসরপ্রাপ্ত সেনাসদস্য সিনিয়র ওয়ারেন্ট অফিসার মংচাইপ্রু মারমাসহ প্রমুখ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রসঙ্গত যে, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনী তথা সশস্ত্র বাহিনীর গুরুত্ব অপরিসীম। ১৯৭১ সালের ২১শে নভেম্বর বাংলাদেশের সেনা, নৌ এবং বিমানবাহিনী সম্মিলিতভাবে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে আক্রমনের সূচনা করে যার ধারাবাহিকতায় আমরা ছিনিয়ে আনতে সক্ষম হই আমাদের প্রিয় স্বাধীনতা। এই গৌরবময় দিনটিকে স্মরণ করে প্রতিবছর সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করা হয়।
বিভিন্ন আনুষ্ঠানিকতার মাধ্যমে মহালছড়ি সেনা জোন কর্তৃক উক্ত দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে পালন করা হয়।