রিপন ওঝা, মহালছড়িঃ-
খাগড়াছড়ির মহালছড়ি একমাত্র বাজারে ১টি পাবলিক টয়লেট রয়েছে তা পয়ঃনিষ্কাশন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে এবং সবচেয়ে মঙ্গলবার হাটবাজারে সাধারণ মানুষের পয়ঃনিষ্কাশনে জনদূর্ভোগ পৌহাতে হচ্ছে। মূলত এই পাবলিক টয়লেটটি যথাযথ সংস্কার না থাকায় অসহনীয় দুর্গন্ধে আশপাশের জনগন ও দোকানদারগণ অসহনীয় দিন পার করছে।
তবে দোকানদারগণ নিজের দোকানের পেছনে সাধ্যমতো প্রাকৃতিক ডাকে সাড়া দিতে যেতে পারলেও সাধারণ জনগণ ও টহলরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগণ কোথায় যেতে পারে? এমন সমস্যার আশু সমাধান এলাকার জনসাধারণ ও দোকানদারগণ।
এমতাবস্থায় মহালছড়ি সদরস্থ বাজারে প্রয়োজনের তাগিদে কমপক্ষে ২/৩টি পাবলিক টয়লেট থাকা উচিত কিন্তু ১টি পাবলিক টয়লেট রয়েছে তাও ব্যবহারের ১০০% অযোগ্য হয়ে পড়ে রয়েছে। মাইসছড়ি কলাবাজারেও এমন অযত্নে অবহেলায় ব্যবহারের সংস্কারের অভাবে অযোগ্য পাবলিক টয়লেট রয়েছে।
মহালছড়ি উপজেলার সদর ইউনিয়ন বাজারে দূর দূরান্তের শিশু হতে আবাল বৃদ্ধ নারী পুরুষগণ বাজারে ক্রয় বিক্রয় করতে আসেন এবং বাজারে সবসময়ই আইন শৃঙ্খলা বাহিনীর সৈনিকগণ টহলরত থাকেন। এমতাবস্থায় হাটবাজার মঙ্গলবারে মলমূত্র ত্যাগের নারী ও পুরুষের পৃথক পৃথক পাবলিক টয়লেটে সুব্যবস্থা রয়েছে কিন্ত বাজার ব্যবসায়ি সমিতির ও বাজার চৌধুরীর যথাযথ রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে দিন দিন ময়লার ভাগারে পরিণত হয়েছে।
মহালছড়ি উপজেলায় নাম প্রকাশে অনিচ্ছুক বাজারের এক দোকানদার বলেন আমার ল্যাংটা কাল থেকেই শুনে শুনে বড় হয়েছি, বাজারে ব্যবসা প্রতিষ্ঠানও রয়েছে আমাদের খাগড়াছড়ি জেলার মহালছড়ি সবচেয়ে পুরাতন থানা। কিন্তু বাজারে পাবলিক টয়লেটের তীব্র সংকট, ১টি পাবলিক টয়লেট রয়েছে সেটাও ব্যবহারের অনুপযোগী।
এই মহালছড়ি বাজার বাজার ফান্ড হতে টেন্ডার বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিবছর ডাক হয়, সেই ডাকে ডাক পাওয়া ঠিকাদারি কর্তৃপক্ষ ও মহালছড়ি বাজার ব্যবসায়ি সমিতি থেকেও কোনপ্রকার উদ্যোগ গ্রহণ করতে দেখছি না এবং অত্যেন্ত পরিতাপের বিষয় যে, মহালছড়ি সরদ ইউনিয়নের এতবড় বাজারে ব্যবহারযোগ্যে পাবলিক টয়লেট সংকট।
মহালছড়ি বাজারে ব্যবসায়রত দোকানদারগণ বলেন মহালছড়ি বাজারে পাবলিক টয়লেটটি যথাযথ সংস্কার ও আরো পাবলিক টয়লেট নির্মাণ সময়ের দাবি।