রিপন ওঝা,মহালছড়ি,খাগড়াছড়ি:-
মহালছড়িতে উপজেলা জাতীয় পার্টি কর্তৃক র্যালীটি গোডাউন মোড় হতে বের হয়ে বাজার হয়ে উপজেলা চত্বরে গিয়ে এই দিবস পালন করা হয়েছে।
এ সময় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জাতীয় পার্টির নারীপুরুষ কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
র্যালী শেষে উপজেলা চত্বরে জাতীয় পার্টির নেতা কর্মীদের উদ্দেশ্যে, প্রধান অতিথি মনিন্দ্রলাল ত্রিপুরা বলেন বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন তরান্বিত করার লক্ষ্যে তৎকালীন সময়ে একযোগে ১৯৮৪ সালে আজকের ২৩ অক্টোবরের শুভদিনে পল্লী বন্ধু খ্যাত এরশাদ সরকার উপজেলা পরিষদের মাধ্যমে জনগণের সেবাদানের লক্ষ্যে “উপজেলা সেবা” চালু করেন যা বর্তমান সরকারের সময়েও চলমান রয়েছে।
আমরা দেখছি দেশের প্রতিটি উপজেলা পরিষদ নির্বাচনের মাধ্যমে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (পুরুষ), মহিলা ভাইস চেয়ারম্যান(নারী) নির্বাচিত হয়ে আসলেও তাদের নির্ধারিত চেয়ার থাকলেও তাদের নিজস্ব উন্নয়ন কাজের ক্ষেত্রে সক্ষমতা নিয়ে বর্তমান সরকারের সময়ে নানা আমলা জটিলতায় যথাযথ প্রশ্ন রয়েছে। তাই দেশের অন্য কোন সরকার বা সংগঠন এই দিবসটি পালন করছে না। তবে এই দিবসটির কর্মসূচির আয়োজনে প্রয়োজনীয়তার গুরুত্ব অপরিসীম।
উক্ত দিবসে প্রধান অতিথি হিসেবে খাগড়াছড়ি জেলা জাতীয় পার্টির সভাপতি মনিন্দ্রলাল ত্রিপুরা ও বিশেষ অতিথি হিসেবে সাধারণ সম্পাদক প্রকৌশলী কেশব লাল দে ও মহিলা নেত্রী শ্রাবনী চাকমা উপস্থিত ছিলেন।
উক্ত কর্মসূচিতে উপজেলা সভাপতিত্ব করেন দেবদত্ত তালুকদার ও সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক সুপায়ন চাকমা। এসময়ে আরো উপস্থিত ছিলেন প্রতিটি ইউনিয়ন হতে আগত দলীয় নেতাকর্মী ও গণমাধ্যম।