মোঃ সাদ্দাম হোসেন, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ-
মুক্ত জ্ঞান চর্চার কেন্দ্রবিন্দু হিসেবে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (০৭.১১.২২) বিকেলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোর্শেদ খানের সভাপতিত্বে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে ফলক উন্মোচন ও ফিতা কেটে এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি ও খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ সভাপতি, টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি ।
এ সময় প্রধান অতিথি বলেন, মহান মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের চিন্তা চেতনা বঙ্গবন্ধুর অনেক আগে থেকে। সেজন্য এ দেশ স্বাধীন হয়েছে। বহুদিন ধরে মাটিরাঙ্গার প্রতি আমার অনেক প্রাণের টান আছে। বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে স্বাধীনতার ও বঙ্গবন্ধুর দুর্লভ ছবি স্থাপিত করা হবে। কম্পিউটারের যুগে মানুষ বই পড়া ভুলে যাচ্ছে। বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার মানুষকে বই পড়ার অভ্যাস গড়ে তুলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন , খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মাটিরাঙ্গা পৌর মেয়র মোঃ শামছুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, খাগড়াছড়ি পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ প্রমুখ।