নানিয়ারচর(রাঙ্গামাটি)প্রতিনিধি:-
রাঙ্গামাটি নানিয়ারচর বুড়িঘাট এলাকার বাসিন্দা মৃত মো: সুলতানের পুত্র দিদার খান (৩২)।একটি মারাত্মক দূরারোগ্য লিভার সিরসিস রোগে আক্রান্ত,বর্তমানে বুড়িঘাট নিজ বাড়িতে আছে, চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। সমাজের বিত্তবানদের সাহায্যের জন্য আবেদন করছেন।
স্থানীয় ওয়ার্ড মো: মিজানুর রহমান বলেন, নম্র, ভদ্র ও ভালো ছেলে হিসেবে এলাকায় দিদারের সুনাম রয়েছে। আমার জানা মতে সে কখনো কারো ক্ষতি করেনি, গরীব দুঃখীর পাশে সে সবসময় ছিল। ভাল চিকিৎসার জন্য চেষ্টা করছি, এছাড়া তার পরিবারের যা কিছু ছিলো সব ব্যয় করা হয়েছে।
এখন অর্থ সংকটে চিকিৎসার ব্যয় নির্বাহ করতে হিমশিম খেতে হচ্ছে। মানবিকতার দৃষ্টিতে এবং আমাদের একজন ভাই (প্রতিবেশী) হিসেবে যে যার যার জায়গা থেকে যতটুকু সম্ভব সাহায্য করলে তার চিকিৎসা চালিয়ে যেতে পারবে, তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতে নিয়ে যেতে হবে।
এদিকে স্থানীয় গন্যমান্যরা দিদারের জন্য সমাজের মানবিক ও বিত্তশালীদের প্রতি অনুরোধ করেছেন, সামান্য সহযোগিতায় হয়তো এ যুবকের জীবন বেঁচে যেতে পারে।
স্থানীয়রা বিষয়টি প্রতিবেদক কে নিশ্চিত করেছেন।
যোগাযোগ নাম্বার- 01837841158