হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী:-
রাঙ্গামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন করা হয়েছে।
৭ই মার্চ মঙ্গলবার সকাল ৯.৩০ টায় রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমার নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়।
পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদের গণমিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশের সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে বক্তারা ৭ই মার্চের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন। তারা বলেন, ১৯৭১ সালের ৭ই মার্চ ঢাকার রেসকোর্স ময়দানের (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) ঐতিহাসিক ভাষণটি ছিলো বাঙ্গালীর মুক্তির একটি ঘোষণাপত্র। ৭ই মার্চ শুধু বাংলাদেশের জন্য নয় পুরো দক্ষিণ এশিয়ার জন্যই একটি গুরুত্বপূর্ণ দিন। পাঁচ দশক আগের এই দিনেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে লক্ষ লক্ষ মানুষকে উদ্বুদ্ধ করেছিলেন। সেই ঐতিহাসিক ভাষণটি এখনো বাঙ্গালি জাতিকে অনুপ্রেরণা দেয়।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উচসিন মারমা, রাজস্থলী থানা অফিসার ইনচার্জ জাকির হোসেন, গাইন্দ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুচিংমং মারমা, ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, সাধারণ সম্পাদক হারাধন কর্মকার, বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠন, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতাকর্মী ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
সবশেষে ৭ই মার্চ উপলক্ষে উপলক্ষে আয়োজিত বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।