মেহেরাজ হোসেন সুজন:-
রাঙামাটি নানিয়ারচরে ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
১৩ ফেব্রুয়ারি (রবিবার) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সাদিয়া নূরীয়া (অতিরিক্ত)।
সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা,
উপজেলার চারটি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও প্রতিনিধি সহ ও গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিল।
এসময় দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।