মোঃ হাবীব আজম: রাঙামাটি প্রতিনিধিঃ-
রাঙামাটিতে জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত যুব সমাবেশে বক্তৃতা করেন সাবেক সহ- সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম বিভাগ ও রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহম্মেদ সাব্বির। তিনি বলেন, নেতাকর্মীদের সাথে নিয়ে লড়াইয়ের ময়দানে আছি। ময়দানেই থাকবো। আওয়ামী-শক্তির পতন ঘটিয়ে, গণতন্ত্রের নতুন সূর্যোদয়ের মধ্য দিয়ে ঘরে ফিরবো। বৃহস্পতিবার বিকেলে শহরের কাঠালতলীস্থ জেলা বিএনপি’র কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলের বিভিন্ন স্তরের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সমাবেশের আগে ফারুক আহম্মেদ সাব্বিরের নেতৃত্বে রাঙামাটি শহরে বিশাল শোডাউন হয়। এসময় যুবদল ও ছাত্রদলের সহস্রাধিক নেতাকর্মীদের এই শোডাউন শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিল করতে থাকে নেতাকর্মীরা।
দেশমাতা খালেদা জিয়ার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, তারেক রহমানের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, তারেক রহমান বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে, ফারুক আহম্মেদ সাব্বিরকে আগামী জেলা যুবদলের মূল পদে দেখতে চাই, এসব স্লোগান দেন ও প্লেকার্ড হাতে মিছিল করতে থাকেন নেতাকর্মীরা।
ফারুক আহম্মেদ সাব্বির এর একক এত বড় শোডাউন নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করেছে।