হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী:-
রাঙ্গামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের অন্তর্গত ইসলামপুর রহিমিয়া হাফিজিয়া মাদ্রাসার ১৬ তম বার্ষিক মাহফিল এলাকার যুব সমাজের উদ্যোগে ইসলামপুর জামে মসজিদ সংলগ্ন ইসলামপুর বাজারের চত্বরে অনুষ্ঠিত হয়েছে।
২৭শে ফেব্রুয়ারি সোমবার আসরের পর থেকে আয়োজিত এই দ্বীনি ওয়াজ মাহফিলে বক্তব্য রাখেন দেশ বরেণ্য ওলামায়ে কেরামগণ।
ইসলামপুর জামে মসজিদের খতিব এবং ইসলামপুর রহিমিয়া হাফিজিয়া মাদ্রাসার মুহাতামিম হাফেজ মাওলানা মুফতি আব্দুল কাদেরের সভাপতিত্বে উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুখবিলাস ইসলামিক মিশনারী সেন্টার ও মাদ্রাসার পরিচালক আলহাজ্ব হযরত মাওলানা মীর মোহাম্মদ কাসেম সাহেব। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার সাভার দারুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা মুফতী আতাউর রহমান সাহেব। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মদুনাঘাট কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুহাম্মদ হোছাইন সাহেব, রাজস্থলী উপজেলা সদর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা নূরুল ইসলাম সাহেব, বালুমুড়া জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা মুহাম্মদ রাশেদুল হক। মাহফিলে বক্তারা সকল মানুষকে পবিত্র কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করার গুরুত্ব ও তাৎপর্য, মুসলমানদের জীবনে আল্লাহর হুকুম, রাসূলের তরিকা, দ্বীনি শিক্ষার গুরুত্ব, চিরস্থায়ী আখিরাতে সফলতা পেতে হলে কিভাবে চলতে হবে ইত্যাদি অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।
উক্ত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী থানার ওসি জাকির হোসেন। বিশেষ অতিথির সংক্ষিপ্ত বক্তব্যে তিনি পবিত্র কুরআন থেকে কয়েকটি আয়াত পাঠ করে তার অর্থসহ বর্ণনা করেন। তিনি বলেন বিজ্ঞানসম্মত ভাবে ইসলামের প্রচার প্রসার করা জরুরি। কারণ পবিত্র কোরআন হলো বিজ্ঞানময়। সমগ্র মহাবিশ্বের এমন কোন বিষয় নেই যা কোরআনে উল্লেখ নেই। কোরআনের পথে ধরেই মুসলমানেরা পৃথিবীতে রাজত্ব কায়েম করতে পারবে এবং সমাজ ও দেশের সমস্ত অনৈতিক কার্যকলাপ বন্ধ করা সম্ভব হবে। হাফেজ নাজিম উদ্দীনের সঞ্চালনায় উক্ত মাহফিলে আরো উপস্থিত ছিলেন ইসলামপুর মসজিদ ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ মোতালেব হোসেন, ইউপি সদস্য এমদাদুল হক মিলন, রাজবিলা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোঃ বাদশা আলমঙ্গীরসহ এলাকার সকল গণ্যমান্য ব্যক্তিবর্গরা এই মাহফিলে উপস্থিত ছিলেন এবং পার্শ্ববর্তী শফিপুর, পাথরবন পাড়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকা থেকে এই মাহফিলে সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ যে, মাহফিলে আইন শৃঙ্খলা রক্ষায় রাজস্থলী থানার পুলিশ সদস্যরা শুরু থেকে তাদের দায়িত্ব পালন করে।