মোঃ হাবীব আজম, রাঙামাটি প্রতিনিধিঃ-
অদ্য (১৭ অক্টোবর ২০২২খ্রিস্টাব্দ, ২০ রবিউল আউয়াল ১৪৪৪ হিজরি) রাঙামাটি জেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট অডিটোরিয়ামে ঐতিহাসিক সিরাত কনফারেন্সে পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদের সভাপতি মাওলানা হাজী শরীয়ত উল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আবু বকর সিদ্দিক এর পরিচালনায় অনুষ্ঠিত হয়।
হযরত মুহাম্মদ (সাঃ) সমগ্র সৃষ্টির জন্য মহান আল্লাহর রহমত। তার কালজয়ী আদর্শ মানবতার শান্তি মুক্তি নিরাপত্তা ও সম্প্রীতির গ্যারান্টি দেয়। তিনি কেবল মুসলমানদের নবী নন। মহান আল্লাহ যেমন রাব্বুল আলামীন, কুরআন মজীদ তেমনি সমগ্র পৃথিবীর মানুষের জন্য হেদায়ত গ্রন্থ। একইভাবে হযরত মুহাম্মদ সা. সমগ্র সৃষ্টির জন্য আল্লাহর রহমত। শান্তি ও সম্প্রীতি রক্ষায় হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শের কোনো বিকল্প নেই। আজকের নীতি নৈতিকতাহীন অশান্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠায় আমাদের সকলকে হযরত মুহাম্মদ সা. এর আদর্শ অনুসরণ করতে হবে।’
রাঙামাটিতে ঐতিহাসিক সীরাত কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব আল্লামা মুফতি রুহুল আমিন(দা.বা.) এসব কথা বলেন।
ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রামের তিন জেলার ইমাম-মুয়াজ্জিনদের নিয়ে এই সীরাত কনফারেন্সে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজি মোঃ মজিবর রহমান।
অনুষ্ঠানে অন্যান্য বক্তাগণ বলেন, সকল যুগে সকল কালে সকল ভৌগলিক সীমানার জনগণের জন্য সকল ভাষাভাষী মানুষের জন্য হযরত মুহাম্মদ (সাঃ) সর্বোত্তম আদর্শ। তার আদর্শের মাঝে মানুষের ইহ-পরকালীন মুক্তির দিশা রয়েছে। তিনি পৃথিবীতে শান্তি মুক্তি, নিরাপত্তা, স্বস্তি ও সম্প্রীতির শিক্ষা দিয়ে গেছেন। হিংসা-বিদ্বেষ, হানাহানি, সাম্প্রদায়িকতা, জুলুম নির্যাতনসহ সকল প্রকার অন্যায়, অনাচারের মূলোৎপাটন করেছিলেন। তিনি ন্যায়বিচার প্রতিষ্ঠা করেছিলেন। আজও তার রেখে যাওয়া আদর্শ পৃথিবীর মানুষের মুক্তির জন্য অপরিহার্য।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব আল্লামা মুফতি রুহুল আমিন(দা.বা.), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামিক স্কলার আল্লামা ডা. আ ফ ম খালিদ হোসেন(দা.বা.), পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মজিবুর রহমান, আল্লামা ওবায়দুল্লাহ হামযাহ(দা.বা.), পার্বত্য ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আবু বকর সিদ্দিক।