নিজস্ব প্রতিনিধিঃ-
পার্বত্য জেলা রাঙামাটিতে মোটর সাইকেলসহ এক চোরকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৬ নভেম্বর) রাতে এমন তথ্য নিশ্চিত করেছে রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (রাঙামাটি সদর সার্কেল) জাহিদুল ইসলাম।
পুলিশ জানায়, গতরাতে পৌর শহরের রাঙাপানি এলাকার পাভেল চাকমা মালিকানাধীন একটি সুজুকি জিক্সার মোটর সাইকেল ও ভেদভেদি মুসলিমপাড়া এলাকার রাশেদুল ইসলামের একটি পালসার মোটর সাইকেল চুরি হয়েছে।
এই মর্মে খবর পেয়ে এএসপি জাহিদুল ইসলামের দিক নির্দেশনায় ও ওসি আরিফুল ইসলামের সহযোগীতায় বিভিন্ন চেক পোষ্টে তল্লাশি চালানো হয়।
এঘটনায় শনিবার ভোরে কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের তল্লাসী চৌকি বসিয়ে মোটরসাইকেল চোর মিজানুর রহমানকে আটক করে পুলিশ।
তবে মিজানুর রহমান কে ধরা গেলেও তার সাথে থাকা অন্যান্য চোরেরা পালিয়ে যায়। এসময় তার কাছ থেকে একটি চোরাই সুজিকী জিক্সার মোটরসাইকেল জব্দ করা হয়।
এরপর তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে জেলা সদরের প্রবেশমুখ মানিকছড়ি এলাকায় অভিযান চালিয়ে আরেকটি পালসার মোটর সাইকেল জব্দ করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।