নিজস্ব প্রতিনিধিঃ-
রাঙামাটির তবলছড়ি বাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিঃ এর অভিষেক, শপথ গ্রহণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় শহরের ঐতিহ্যবাহী তবলছড়ি বাজারে অভিষেক, শপথ গ্রহণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ২৯৯নং আসনের সাংসদ দীপংকর তালুকদার।
এতে বিশেষ অতিথি হিসেবে রাঙামাটি জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হাজী মোঃ মুসা মাতব্বর, সাবেক মেয়র মোঃ হাবিবুর রহমান, কতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুল আমিন।
তবলছড়ি বাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির সভাপতি হাজী মোঃ আবু নাছের (বিপ্লব) ও সাধারণ সম্পাদক মোঃ ইকবাল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে সমিতির সাবেক সভাপতি জহির আহমদ সওদাগর, ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নুর নবী, সাবেক কাউন্সিলর ও সিএনজি অটোরিক্সা চালক সিমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু, সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর নির্মলা দেওয়ানসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ, সাংবাদিক ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা রাঙামাটির প্রাচীন বাজার তবলছড়ি বাজারের ব্যবসায়ীদের ব্যাবসায়ীক পরিবেশ বজায় রেখে শান্তি শৃঙখলার সাথে ব্যবসা পরিচালনা করতে আহ্বান জানান। পাশাপাশি ভোক্তা অধিকার ও দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির বিষয়ে লক্ষ রেখেও ব্যবসা পরিচালনার কথা জানান। এছাড়াও অবৈধভাবে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অবৈধ মজুদ করা থেকেও বিরত থাকতে অনুরোধ জানান বক্তারা।
স্বাগত বক্তব্যে ইকবাল করিম প্রধান অতিথির নিকট ব্যবসায়ী ও ক্রেতাসাধারণ এর জন্য স্বাস্থ্যসম্মত একটি গণসৌচাগার, বাজার ব্যবস্থাপনার জন্য অফিস ভবন নির্মাণ, সিসি ক্যামেরা স্থাপন, বিকল্প সিএনজি স্টেশন ও নির্ধারিত জায়গা, বাজার ব্যবস্থা ও ব্যাবসায়ীদের উন্নয়নে বিভিন্ন দাবি তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার বলেন, নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন। সাবেক কিমিটির সদস্যদের জন্য শুভ কামনা। আমরা আশা করবো নবনির্বাচিত কমিটির মাধ্যমে তবলছড়ি বাজার ব্যাবসায়ী সমিতির সদস্যদের কর্মস্পৃহা দিন দিন আরো বৃদ্ধি পাবে। আপনাদের দাবি দ্রুত বাস্তবায়নে আমরা ব্যবস্থা গ্রহণ করব। সেক্ষেত্রে সুন্দর ভাবে ব্যবসা পরিচালনা ও বাজার ব্যবস্থাপনায় আপনাদের সহায়তা চাই আমরা।
অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান হাজী মোঃ মুসা মাতব্বর। অনুষ্ঠানের শেষে নবনির্বাচিত কমিটি ও সাবেক কমিটির সদস্যরা অতিথিদের সম্মাননা স্বারক তুলে দেন। পরে অতিথিরা সাবেক কমিটিকে বিদায়ী সংবর্ধনা ও নবনির্বাচিত কমিটিকে সম্মাননা স্বারক দিয়ে বরণ করে নেন।