রাঙ্গামাটি প্রতিনিধি:-
জগতে শত্রতার দ্বারা কখনো শত্রুতার উপশম হয় না, মিত্রতার দ্বারাই শত্রুতার উপশম হয়: ইহাই সনাতন ধর্ম’ বিশ্বজয়ে গৌতম বুদ্ধের অহিংসার বাণী ‘পবিত্র ত্রিপিটক’ মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) দুপুরে রাজবন বিহার প্রাঙ্গণ থেকে হাজারও গাড়ি বহর নিয়ে শোভাযাত্রাটি শহরের বনরুপা-তবলছড়ি-আসামবস্তি-ভেদভেদী কলেজগেইট প্রধান প্রধান সড়কে প্রদক্ষিণ করে পুনরায় বিহারে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় বৌদ্ধ ধর্মাবলম্বী ধর্মপ্রাণ নারী-পুরুষ অংশগ্রহণ করেন। এতে গৌতম বুদ্ধের ত্রিপিটক বাণী ও ধর্মীয় সঙ্গীত প্রচার করা হয়। রাস্তার দুইধারে হাজারও পূন্যার্থী ত্রিপিটকবাহী গাড়ি বহরে ত্রিপিটক গ্রন্থে ফুল ছিটিয়ে শ্রদ্ধা জানান এবং ভিক্ষুদের বিভিন্ন সামগ্রী দান করেন পূণ্যার্থীরা।
বুদ্ধের অমৃতময় বাণী ‘মৃত্যু থেকে রক্ষাকল্পে পিতা-পুত্র, আত্মীয়-পরিজন, বন্ধু বলতেও কেউ নেই সেখানে ধন-সম্পদ, মান-যশঃ, এমনকি প্রভাব প্রতিপত্তিও অসহায়’ ‘দুর্বিনীতি (মূর্খ) লোকের দ্বারাই জগতে যত অপরাধ সংঘটিত হয়, সুশিক্ষিত বিনয়ী লোকেরাই পৃথিবীর ভারসাম্য রক্ষা করে থাকেন’ ‘লৌহ থেকে সৃষ্ট মরীচিকা স্বসৃষ্ট লৌহাকেই ধ্বংস করে ফেলে, তদ্রুপ অসংযত মানুষ নিজকৃত অপরাধেই নিজে বিদ্ধ হয়’ পবিত্র ত্রিপিটকের সূত্রপিটক, বিনয়পিটক ও অভিধর্মপিটক গ্রন্থের বাণীগুলো মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া হয়। ফলে প্রচারের মাধ্যমে খারাপ কাজে বিরত থেকে সঠিক পথ অবলম্বন করে।
আগামী ৮ জানুয়ারি পরমপূজ্য সাধনানন্দ মহাস্থবির (বনভান্তে)’র ১০৪ তম জন্মদিবস উপলক্ষ্যে প্রতিবছর রাঙ্গামাটি জেলা শহরে এই শোভাযাত্রার আয়োজন করে থাকে রাজবন বিহার কতৃপক্ষ।
উল্লেখ্য, সাধনানন্দ মহাস্থবির (বনভান্তে) ১৯২০ সালের ৮ জানুয়ারী রাঙ্গামাটি সদর উপজেলার ১১৫নং মগবান মৌজার মোরঘোনা গ্রামের জন্মগ্রহণ করেন। ২০১২ সালের ৩০ জানুয়ারী ৯৩ বছর বয়সে পরিনির্বাণ (দেহত্যাগ) লাভ করেন।