রাঙ্গামাটি প্রতিনিধি:-
প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় রাঙ্গামাটিতে বাংলাদেশে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের নির্দেশনা মোতাবেক জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, রাঙ্গামাটি পার্বত্য জেলার উদ্যোগে জেলা কার্যালয়, উপজেলা কার্যালয় এবং ক্লাব সমিতির কার্যালয়ে ১৯৫টি ফলজ,বনজ এবং ভেষজ প্রকৃতির গাছের চারা রোপণ করা হয়েছে।
এসময় রাঙ্গামাটি ভেদভেদিস্থ জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন করেন জনাব ফয়জুল বারী, জেলা কমান্ড্যান্ট(চলতি দায়িত্ব)।
তিনি উপস্থিত সবার উদ্দেশ্যে বলেন পৃথিবীকে মনুষ্য বসবাসের উপযোগী করতে এবং জীবনের জন্য, জীবিকার জন্য বনাঞ্চল সৃষ্টি ও বন সম্প্রসারণের প্রয়োজনীয় অনস্বীকার্য। আরো বলেন শুধু গাছ লাগালেই হবে না, গাছের নিয়মিত পরিচর্যাও সঠিকভাবে করতে হবে।