রাঙ্গামাটি প্রতিনিধি:-
রাঙ্গামাটি শহরে সিএনজি চালিত অটোরিক্সা নিবন্ধনে অনিয়ম ও বাড়তি অর্থ আদায়ের অভিযোগে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) রাঙ্গামাটি কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে হঠাৎ দুদক রাঙ্গামাটি সমন্বিত কার্যালয় এ অভিযান পরিচালনা করে।
দুদকের অভিযান সূত্রে জানা গেছে, রাঙ্গামাটি জেলা শহরে সিএনজি চালিত অটোরিক্সার নতুন নিবন্ধন প্রক্রিয়ায় অনিয়ম ও বাড়তি অর্থ নেওয়ার অভিযোগে অভিযানে নামে দুদক। অভিযানে দুদক সদস্যরা লুঙ্গি পরে সাধারণ মানুষের মতো সেবা প্রার্থী হিসেবে সেবা গ্রহণের জন্য কার্যালয়ে আসে। পরে দুদকের অন্য সদস্যরা এসে অভিযান পরিচালনা করে।
অভিযানের নেতৃত্বে ছিলেন দুদক রাঙ্গামাটি সমন্বিত কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী পরিচালক আহমেদ ফরহাদ হোসেন ও সহকারী পরিচালক আকিব রায়হান। কর্মকর্তারা জানিয়েছেন, সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে তারা অভিযানে এসেছেন। অভিযানে বিভিন্ন নথি ও সামগ্রিক বিষয়ে খোঁজ নিয়ে তারা বেশকিছু অনিয়মের ক্লু পেয়েছেন বলে জানান। তবে অফিসিয়ালি কোনো মন্তব্য করেননি দুই সহকারী পরিচালক।
উল্লেখ্য, আয়তনে দেশের সবচেয়ে বড় জেলা রাঙ্গামাটিতে অভ্যন্তরীণ যোগাযোগের একমাত্র মাধ্যম সিএনজিচালিত অটোরিক্সা। একমাত্র বাহনের কারণে অটোরিক্সাই রাঙ্গামাটির সবচেয়ে গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ যানবাহন। তবে সাম্প্রতিক সময়ে শহরে অটোরিক্সা পরিমাণ বাড়ার নিবন্ধন প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে নিবন্ধনের নামে বাড়তি অর্থ আদায়ের অভিযোগ রয়েছে চালকদের।