নিজস্ব প্রতিনিধিঃ-
সংঘবদ্ধ মোটর সাইকেল চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে রাঙামাটির কতোয়ালী থানা পুলিশ।
বুধবার (৩০ নভেম্বর) বিকেলে কোতোয়ালি থানা পুলিশ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহিদুল ইসলাম।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, রাঙামাটি পৌরসভার হাসপাতাল এলাকার জসীম উদ্দীনের ছেলে শহিদুল ইসলাম শহীদ, কুমিল্লার তিতাস উপজেলার নারায়ন দা এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে রুবেল, কুমিল্লার লাঙ্গলকোট উপজেলার ঘোড়াময়দা এলাকার সোয়াব মিয়ার ছেলে ওসমান, চট্টগ্রাম বন্দর থানার মাইজপাড়া এলাকার মাহবুব আলম বাচ্চুর ছেলে মুরাদ ও চট্টগ্রাম বন্দর থানার সল্টগোলা এলাকার দিদারুল ইসলামের ছেলে রিয়াজুল ইসলাম সিয়াম।
সংবাদ সম্মেলনে জাহিদুল ইসলাম জানান, ২৬অক্টোবর রাঙামাটি শহরের রাঙাপানি থেকে গ্রিল তালা কেটে মোটর সাইকেল চুরির অভিযোগ পাই। এই অভিযোগের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে চট্টগ্রামসহ বিভিন্ন এলাকা থেকে রাঙামাটি হতে চোরাইকৃত পাঁচটি মোটর সাইকেলসহ পাঁচজন চোরকে আটক করতে সক্ষম হই।
তিনি আরো জানান, আমরা এই চোর চক্রকে ধরতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। ইতোমধ্যে আমরা চোর চক্রের বড় অংশটিকে গ্রেফতার করতে পেরেছি। ২/১ জন সদস্য বাকি থাকলেও এই চক্রের অপর সদস্যদের গ্রেফতার করার প্রক্রিয়া চলমান থাকবে।
রাঙামাটির কোতোয়ালি থানার ওসি আরিফুল আমিন জানান, অভিযোগের ভিত্তিতে গত এক সপ্তাহে আমরা ১০ জন চোর কে গ্রেফতার করেছি। এছাড়াও ৭টি মোটর সাইকেল উদ্ধার করতে সক্ষম হই। শুধু মোটর সাইকেল চোর নয়, অন্যান্য চোরদের ব্যাপারে ও আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।