কাউখালী প্রতিনিধিঃ-
আজ রবিবার (৬ নভেম্বর) সারাদেশের ন্যায় রাঙামাটির কাউখালী সরকারি কলেজের এইচএসসি পরীক্ষা কেন্দ্রে ৩টি কলেজের বিজ্ঞান, মানবিক ও কমার্সে (৩ বিভাগে) ৩৮৭ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। অন্যান্য পরীক্ষা কেন্দ্রের মতো কাউখালী কেন্দ্রেও যথাসময়ে সকাল ১১টায় পরীক্ষা অনুষ্ঠিত হয়।
প্রত্যেক বছরের মতো এ বছরেও এইচএসসি পরীক্ষার্থীদের যাতায়াত ও পরীক্ষা কেন্দ্রে সার্বিকভাবে নিরাপত্তার স্বার্থে কঠোরভাবে জোরদার করেছে দায়িত্বে নিয়োজিত থাকা কাউখালী থানা পুলিশ ও উপজেলা প্রশাসন।
এবছর এইচএসসি পরীক্ষায় ৩টি কলেজের বিজ্ঞান, মানবিক ও কমার্স সেকশন থেকে অংশ নিচ্ছেন। ৩টি কলেজের নামের তালিকা সমূহ কাউখালী সরকারি কলেজ, ঘাগড়া কলেজ ও সৃজনী স্কুল এন্ড কলেজ। কাউখালী সরকারি কলেজের পরীক্ষার্থী সংখ্যা ২২৯ জন, ঘাগড়া কলেজের ১৪২ জন ও সৃজনী স্কুল এন্ড কলেজের ১৬ জন সহ সর্বমোট ৩৮৭ জন পরীক্ষার্থী।
এদিকে, এইচএসসি পরীক্ষা কেন্দ্র কাউখালী সরকারি কলেজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে জানা যায়, বিগত বছরে কোভিড-১৯ কারনে সারাদেশের মতো কাউখালী পরীক্ষা কেন্দ্রে সেই একই অবস্থা। সরকারের নির্দেশনা মোতাবেক সবকিছু সম্পন্ন করা হচ্ছে। তবে এই বছরে কোভিড-১৯ কিছুটা শিথিল হওয়ায় সরকারের নির্দেশনায় পরীক্ষা শুরু ও সমাপ্তের সময়টা কিছুটা সময় পরিবর্তন আনা হয়েছে। আশাবাদী এবছর এইচএসসি পরীক্ষা সুন্দর ও সুষ্ঠু ভাবে পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবেন।
পরীক্ষা কেন্দ্রে নিরাপত্তায় নিয়োজিত থানা পুলিশ কর্মকর্তাদের সাথে কথা হলে জানান, অন্যান্য পরীক্ষা কেন্দ্রের চেয়ে কাউখালী এইচএসসি পরীক্ষা কেন্দ্রটি অনেকটা ভালো। কেননা, এই কেন্দ্রে বহিরাগত কোন লোক প্রবেশ করতে দেয়া হয় না। তাছাড়া কেন্দ্রটি উপজেলা প্রশাসন ও থানা পার্শ্ববর্তী থাকায় পরিবেশ সুষ্ঠু ও নিরাপদ। তারপরও কেন্দ্রে পুলিশ বাহিনী সার্বিকভাবে নিরাপত্তার স্বার্থে কঠোরভাবে জোরদার ও সচেতন রয়েছে।
অপরদিকে, এবছরের এইচএসসি পরীক্ষার সময় পরিবর্তন করায় পরীক্ষার্থী ও অভিভাবকরা কিছুটা স্বস্তিতে রয়েছেন।এমনকি কেন্দ্রে পরীক্ষার্থীরা আসা-যাওয়া ব্যাপারে অনেকটা সময় হাতে নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারছেন বলে অভিভাবকরা জানান। পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিতব্য সম্পন্নের জন্য কর্তৃপক্ষের কাছে আশা ব্যক্ত করেন পরীক্ষার্থীর অভিভাবকরা।