নানিয়ারচর প্রতিনিধিঃ-
উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ এই শ্লোগানে নানিয়ারচরে অনুষ্ঠিত হলো দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ ৯ নভেম্বর (বুধবার) সকাল হতে এই মেলা শুরু হয়।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ-ফজলুর রহমানের সভাপতিত্বে নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা এই মেলার উদ্ভোধন করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান হাওলাদার, নানিয়ারচর থানার ওসি সুজন হালদার, উপজেলা আওয়ামী-লীগের সভাপতি আব্দুল ওহাব হাওলাদার, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।