নিজস্ব প্রতিনিধি:-
নানিয়ারচরে এক শ্রেনীর সিন্ডিকেট চক্র ভুয়া কাগজপত্র বানিয়ে পাহাড়ের বনজ সম্পদ পাচার করে যাচ্ছে প্রতিনিয়ত। এখানকার স্থানীয় নামে টিপি ইস্যু বা জনপ্রতিনিধিদের সুপারিশের মাধ্যমে কাগজ করে সেই টিপি’র হুবহু নকল কপির মাধ্যমে প্রতিদিনই পাচার করছে হাজারও ঘনফুট মূল্যবান বনজ গাছ, যা এক সময় ভবিষ্যতে এ অঞ্চলের জন্য হুমকি সরুপ।
এভাবে পাচারকালে রাঙামাটির নানিয়ারচরের ক্ষারিক্ষ্যন এলাকায় নানিয়ারচর সেনাজোনের টহলরত সেনা সদস্যরা পরিত্যক্ত অবস্থায় আটক করেছেন, পরে গাছগুলোকে ট্রলার যোগে এনে স্থানীয় বনবিভাগ কর্মকর্তাকে বুঝিয়ে দিয়েছেন বলে নিশ্চিত করেছেন কর্তব্যরত কুদ্দুস মীর।
তিনি জানান আটক কাঠগুলি বাংলাদেশ সেনাবাহিনী নানিয়ারচর জোন আমাদের কে বুঝিয়ে দিয়েছে। আগামীকাল উর্ধ্বতন কর্মকর্তা রেঞ্জার চন্দনকে বুঝিয়ে দেওয়া হবে। ধারনা করা হচ্ছে যার আনুমানিক বাজার মূল্য ৫০ হাজার টাকার উপরে।
জানা গেছে, বনবিভাগের নাম ভাঙ্গিয়ে এক শ্রেণির অসাধুরা ভুয়া কাগজপত্রের মাধ্যমে পাহাড়ের বনাঞ্চল থেকে অবৈধভাবে সংগৃহীত মূল্যবান গাছ গোল কাঠ হিসেবে দেশের বিভিন্ন স্থানে পাচার করছে সিন্ডিকেট চক্র।
এ বিষয়ে নানিয়ারচর জোন কতৃপক্ষ জানিয়েছেন, আমরা দেশের মূল্যবান বন সম্পদ রক্ষায় অঙ্গীকারবদ্ধ এবং সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে বাংলাদেশ সেনাবাহিনী।