।।নানিয়ারচর প্রতিনিধি।।
নানিয়ারচরে মহিলা দলের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৫ নভেম্বর (শুক্রবার) সকালে উপজেলার বুড়িঘাট ইউনিয়নের বগাছড়ি এলাকায় এসম্মেলনের প্রধান অতিথি ছিল উপজেলা বিএনপির সভাপতি মোঃ-নুরুজ্জামান।
সম্মেলনে আলোচনা সভা শেষে দলটির উপজেলা আংশিক কমিটির নাম প্রকাশ করে রাঙামাটি জেলা মহিলা দলের সভাপতি নুরজাহান পারুল। এতে নানিয়ারচর উপজেলা মহিলা দলের সভাপতি পদে বিলকিস বেগম, সাধারণ সম্পাদক পদে আনোয়ারা বেগম ও সাংগঠনিক সম্পাদক পদে নাজমা বেগমের নাম ঘোষণা করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা বি এন পির সাধারণ সম্পাদক মোঃ-ফারুক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, রঙামাটি জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক লাভলী বেগম প্রমুখ।