নিজস্ব প্রতিনিধিঃ-
আজ সোমবার দুপুর দেড়টায়, রাঙামাটির নানিয়ারচরে হাজারি তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে এসএসসি পরীক্ষার্থী মাহাবুব রানাসহ গুরুতর আহত হয়েছে তিন জন।
স্থানীয়রা জানায়, উপজেলার বুড়িঘাট ইউনিয়নের ইসলামপুর বউবাজার সংলগ্নে দুষ্টুমি করে স্থানীয়, সালে আহাম্মদের ছেলে মাহাবুব রানা (পলাশ)১৬, জয়নাল বিশ্বাসের ছেলে নুর আলম ১৫, আব্দুস সোবহান এর ছেলে মোঃ-ফোরকান ১৫, তিন বন্ধু মিলে রবি টাওয়ারের সিড়ি বেয়ে উপরে উঠে ৩৩ হাজার ভোল্টের তাদের সাথে বিদ্যুৎপৃষ্ট হলে স্থানীয়রা উদ্ধার করে।
এ বিষয়ে আহত নুর আলমের চাচা জালাল বিশ্বাস জানায়, বিদ্যুৎপৃষ্টদের মধ্য দুজনের অবস্থা খুবই শঙ্কাজনক হলে, স্থানীয়রা উদ্ধার করে তাদের রাঙ্গামাটি সদর হাসপাতালে নিয়ে যায়, পরবর্তীতে প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়।