নানিয়ারচর প্রতিনিধিঃ-
রাঙামাটি জেলার নানিয়ারচর উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে ব্রাজিল বনাম আর্জেন্টিনার একটি ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
২৯ নভেম্বর (মঙ্গলবার) বিকেলে নানিয়ারচর উপজেলার থানার পিছনে মাঠে এই খেলাটি অনুষ্ঠিত হয়।
এসময় ব্রাজিল দলের অধিনায়কের দায়িত্বে ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফজলুর রহমান, আর্জেন্টিনা দলের অধিনায়কের দায়িত্ব ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রগতি চাকমা।
উক্ত প্রীতি ফুটবল টুর্নামেন্টে বিভিন্ন পর্যায়ের জন’প্রতিনিধ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এবং শিক্ষক অংশ গ্রহণ করে। খেলায় আর্জেন্টিনা দল ১ গোলে ব্রাজিলকে পরাজিত করে।