নিজস্ব প্রতিনিধিঃ-
কাউকে পশ্চাতে রেখে নয়। ভালো উৎপাদনে উত্তম পুষ্টি, সুরক্ষিত পরিবেশ এবং উন্নত জীবন এই প্রতিপাদ্যকে সামনে রেখে
আজ ১৭ অক্টোবর দুপুর সাড়ে বারোটায় দিবসটি উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলুর রহমানের সভাপতিত্বে তার নিজ কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা ভাইস চেয়ারম্যান নুরজামাল হাওলাদার। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা (ভারপ্রাপ্ত) কৃষি কর্মকর্তা টিপু সুলতানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।
এসময় বক্তারা আরো বলেন, ধান, পাট, আম, পেয়ারা আলু প্রভৃতি ফসল ও ফল উৎপাদনে বাংলাদেশ শীর্ষ ৮টি দেশের মধ্যে রয়েছে। কৃষির উন্নয়নে এ সাফল্য সারা বিশ্বে বহুলভাবে প্রশংসিত হচ্ছে।
তাই আগামীতে বিশ্বে যে খাদ্য-ঘাতির সম্ভাবনা দেখা দিয়েছে, তা থেকে উত্তরণের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক যার যার অবস্থান থেকে খাদ্য উৎপাদনে এগিয়ে আসতে হবে।