নানিয়ারচর প্রতিনিধিঃ-
শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক এই প্রতিপাদ্যকে সামনে রেখে, নানিয়ারচর উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে ১৮ অক্টোবর (মঙ্গলবার) সকালে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করে একটি শোভাযাত্রা করা হয়। এরপর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও শিশুদের মাঝে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ও পুরস্কার বিতরণ করা হয়।
এতে নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলুর রহমানের সভাপতিত্বে, আয়োজনে উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রগতি চাকমা, উপজেলা ভাইস চেয়ারম্যান নূরজামাল হাওলাদার, ওসি সুজন হালদার, উপজেলা আওয়ামী-লীগ সভাপতি, আব্দুল ওহাব হাওলাদার’সহ নানিয়ারচর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীরা।