নানিয়ারচর প্রতিনিধিঃ-
রাঙামাটির নানিয়ারচরে উপজেলা পর্যায়ে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সদস্য ও ইউপি সচিবগনের জন্য ৩ দিনব্যাপি “ইউনিয়ন পরিষদ সম্পর্কিত মৌলিক প্রশিক্ষণ”কোর্সের সমাপনী করা হয়।
২৬ অক্টোবর (বুধবার) দুপুরে নানিয়ারচর উপজেলা পরিষদের সম্মলন কক্ষে এই প্রশিক্ষণের সমাপনী ঘোষণা করেন নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলুর রহমান।
উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ও (এনআইএলজি) এর সহযোগিতার সমাপনী দিবসে প্রধান অতিথির বক্তব্যে দেয় উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নুরজামাল হাওলাদার।
তিন দিন ব্যাপি এই প্রশিক্ষণে উপজেলারা সাবেক্ষং, নানিয়ারচর, বুড়িঘাট, ঘিলাছড়ি চারটি ইউনিয়নের চেয়ারম্যান, সচিব ও ইউপি সদস্যরা অংশ নেয়। প্রশিক্ষণ শেষে অংশ গ্রহনকারীদের মাঝে সনদপত্র দেওয়া হয়।