নিজস্ব প্রতিনিধিঃ-
৩১শে সেপ্টেম্বর দুপুরে নানিয়ারচর উপজেলার ইসলামপুরের বাসিন্দা জিন্দে আলীর কন্যা মিনা আক্তার (২১) রাঙ্গামাটি সদর হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন।
এ বিষয়ে নানিয়ারচর থানা ইনচার্জ সুজন হালদার জানিয়েছেন, গত ২০ শে অক্টোবর দুপুরে ইসলামপুরের জিন্দে আলীর কন্যা মিনা আক্তার পারিবারিক কলহের জের ধরে ঘাস মারা বিষাক্ত মেডিসিন খেয়ে ফেলে, আমি বিষয়টি স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে অবগত হই।
তার পরিবারিক মাধ্যমে সু-চিকিৎসার জন্য রাঙ্গামাটি সদর হাসপাতালে নিয়ে গেলে গত ১০দিন যাবত সুচিকিৎসা দেওয়ার পরেও পাকস্থলীতে বিষক্রিয়া অতিমাত্রায় থাকার ফলে আজ দুপুর আনুমানিক ২.০০টায় কর্তরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। এবিষয়ে ময়নাতদন্তের পরে নানিয়ারচর থানা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে।
এদিকে ইসলামপুরের ওয়ার্ড মেম্বার আব্দুর সালাম জানান, নানিয়ারচরে ইদানিং বিষ পানের রোগী বেড়ে গেছে, স্থানীয় পরিবেশক বা বিক্রয়কেন্দ্রগুলোকে বিষদ্রব্য বিক্রয় করার আগে যাচাইবাছাই করে কৃষকদের কাছে বিষ বিক্রয় অনুরোধ করছি, এছাড়া স্থানীয় আনারস চাষীদের সতর্কতার সাথে বিষদ্রব্য কেনাসহ উপযুক্ত স্থানে সরিয়ে রাখার অনুরোধ করছি, যাতে করে এসব জিনিস পরিবারসহ বাচ্চাদের নাগালের বাহিরে থাকে।