নানিয়ারচর(রাঙ্গামাটি)প্রতিনিধি:-
নানিয়ারচর বুড়িঘাটে টিসিবির পন্য বিক্রি শুরু হয়েছে। ১৯ই অক্টোবর বুধবার সকালে বুড়িঘাট ইউনিয়নে টিসিবির বিক্রির শুভ উদ্ভোধন করেন প্রদীপ কুমার রায়(উপসহকারী কৃষি কর্মকর্তা) খাদ্যবান্ধব কর্মসূচি এবং টিসিবির কার্ডপ্রাপ্তরা (১৭২৮ জন )ক্রয় করতে পারছেন।
এ কর্মসূচিতেই ট্যাগ অফিসার দ্বারা নিয়ন্ত্রণ ও তদারকি করা হচ্ছে, লাইনে দাঁড়িয়ে টিসিবির কার্ডধারীরা মালামাল সংগ্রহ করতে দেখা গেছে,এছাড়া পুলিপাড়া, রাহমহরিপাড়া, বুড়িঘাট বাজারেও এ কর্মসূচির অধিনে মাল বিক্রি হতে দেখা গেছে।
এসময় উপস্থিত ছিলেন,স্ব- স্ব ওয়ার্ডের মেম্বারগন ,নানিয়ারচর থানা পুলিশ এসআই আব্দুস সাত্তার ও সঙ্গীও ফোর্স ফয়সাল।