হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ-
রাঙ্গামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলায়
“ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ৫ম জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে।
২রা মার্চ বৃহস্পতিবার সকালে রাজস্থলী উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদের চত্বরে এক র্যালীর মাধ্যমে জাতীয় ভোটার দিবস উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ।
র্যালীতে সরকারি কর্মকর্তা- কর্মচারী এবং বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরা অংশ নেয়। পরবর্তীতে উপজেলা পরিষদ নির্বাহী কর্মকর্তার রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক আজগর আলী খান, উপজেলা নির্বাচন অফিসার উৎপল বড়ুয়া, শিক্ষা অফিসার তাজেরুল ইসলাম প্রমূখ। এসময় বক্তারা সঠিক সময়ে সকলকে ভোটার হওয়ার পাশাপাশি জরুরী কাজে জাতীয় পরিচয়পত্র ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন।
উপজেলা নির্বাচন অফিসার উৎপল বড়ুয়া বলেন, দেশের প্রতিটি নাগরিকের ভোটার হওয়া যতটা প্রয়োজন তার ছেয়েও বেশী প্রয়োজন হচ্ছে সঠিক তথ্য প্রদান করা। এছাড়া ভোটার হওয়ার সময় সঠিক তথ্য প্রদান করা প্রতিটা ব্যক্তির নৈতিক দায়িত্ব ও কর্তব্য।