নিজস্ব প্রতিবেদকঃ-
রাঙ্গামাটি পাবলিক কলেজে এবারের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে কলেজ মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করে কলেজ কতৃপক্ষ।
অনুষ্ঠানে কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক রেনি চাকমার সঞ্চালনায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রভাষক আদনান সুজা’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ তাছাদ্দিক হোসেন কবীর। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করে অধ্যক্ষ বলেন, বইয়ের প্রতি শিক্ষার্থীদের মনোযোগ বাড়াতে হবে। এতে পড়ালেখার কোন বিকল্প নেই। নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে কঠোর পরিশ্রম করতে হবে, পড়ালেখা চালিয়ে নিতে হবে। তারপরই জীবনকে আলোয় আলোকিত করে নিজেকে সমাজের শিক্ষিত ব্যক্তি হিসেবে গড়ে তুলতে হবে।
এসময় কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। বিদায়ী মানপত্র পাঠ করেন একাদশ শ্রেণির শিক্ষার্থী আকাশ চাকমা। বিদায়ী পরীক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মানবিক বিভাগের পরীক্ষার্থী মোহাম্মদ কাউসার, একই বিবাগের রিপেন চাকমা, ফারজানা আক্তার, রেভি চাকমা প্রমূখ।
পাবলিক কলেজ কতৃপক্ষ জানায়, এবার এইচএসসি পরীক্ষায় রাঙ্গামাটি পাবলিক কলেজ থেকে মানবিক বিভাগে ১০৪ জন ও ব্যবসা বিভাগে ১০০ জনসহ মোট ২০৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।
রাঙ্গামাটি জেলাপ্রশাসনের তথ্যমতে, এবার রাঙ্গামাটি জেলায় বিজ্ঞান, ব্যবসা ও মানবিক বিভাগে ৫,৮৪৮জন পরীক্ষার্থী অংশ নেবে। সদরসহ দশ উপজেলায় ২২টি কলেজের মধ্য দুটি মাদ্রাসাসহ ১৪টি কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা আগামী ৬ নভেম্বর শুরু হয়ে ২২ ডিসেম্বর শেষ হবে।
এছাড়াও আসন্ন এইচএসসি পরীক্ষায় সুষ্ঠু, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।