হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী:-
পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি জেলার জুরাইছড়ি উপজেলাধীন সীমান্ত সড়ক প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
অদ্য ৩০শে জানুয়ারী দুপুরে পার্বত্য চট্টগ্রামের দূর্গম সাইচাল আর্মি ক্যাম্পের জুরাইছড়ি উপজেলার দুমদুমিয়া ইউনিয়ন এলাকায় সীমান্ত সড়কের প্রকল্প পরিদর্শন করেন এবং কাজের অগ্রগতি নিয়ে সংশ্লিষ্টদের সাথে কথা বলেন।
এতে সেনাপ্রধানের সাথে লেঃ জেনারেল আতাউল হাকিম সারওয়ারি হাসান, এসবিপি, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি, মেজর জেনারেল মোঃ নজরুল ইসলাম, এসপিপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি, ব্রিগেডিয়ার জেনারেল মোঃ হাবিব উল্লাহ, এসপিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, বিএসপি, এসইউপি, এনডিসি, এইচডিএমসিসহ রাঙ্গামাটি ব্রিগেড কমান্ডারসহ অন্যান্য সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় সেনাপ্রধান বলেন, পার্বত্য অঞ্চলের দূর্গম এলাকাগুলোতে কাজ করা খুবই কষ্টসাধ্য। এই অঞ্চলের পর্যটন শিল্পের বিকাশেও সীমান্ত রোড ভূমিকা রাখবে। তিনি আরো বলেন, দূর্গম এই এলাকা কাজ করতে গিয়ে কষ্ট হলেও নির্ধারিত সময়ের মধ্যে এই সড়কের কাজ সমাপ্ত করা হবে। আমি পরিদর্শন করতে আসা হলো এই এলাকায় যারা কাজ করছে তাদের মনোবল বাড়ানো।
পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের অংশ হিসেবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সীমান্ত সড়ক নির্মাণ (প্রথম পর্যায়) শীর্ষক প্রকল্প হাতে নেয়া হয়। প্রকল্পটির বাস্তবায়নকাল ২০১৮ সালের জুন থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত।
রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে প্রকল্পটির কাজ চলমান রয়েছে। নির্মাণাধীন সড়কটির মোট দৈর্ঘ্য হবে ১ হাজার ৩৬ কিলোমিটার।