মেহেরাজ হোসেন সুজন:-
রাঙ্গামাটি সরকারি কলেজ ইসলামের ইতিহাসও সংস্কৃতি বিভাগ তৃতীয় বর্ষের আয়োজনে শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে ১৫ ডিসেম্বর বৃহস্পতিবার এই শিক্ষা সকলের প্রধান অতিথি ছিল রাঙ্গামাটি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর তুষার কান্তি বড়ুয়া।
দিনব্যাপী এই শিক্ষা সফরে কাপ্তাই উপজেলার নেভি ক্যাম্প এবং জীবতলী সফল হয়েছে।
এতে রাঙ্গামাটি সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর জাহিদা সুলতানা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো.ফেরদৌস কবির,ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহোযোগী অধ্যাপক ড.আব্দুর রহিম,উক্ত বিভাগের প্রভাষক আনোয়ার হোসেন ও তারিকুর রহমান উপস্তিত ছিল।
শিক্ষা সফরে বিভিন্ন ধরনের খেলাধুলা, পুরুস্কার বিতরণ এবং শিক্ষকদের সাথে শিক্ষার্থীদের মতবিনিময় সভার মাধ্যমে সফর সমাপ্ত করা হয়।