মো: হাবীব আজম, রাঙামাটি প্রতিনিধিঃ-
অদ্য ২৪ অক্টোবর ২০২২ তারিখ রোজ সোমবার সকালে রাঙামাটি রিজিয়নের আওতাধীন অসহায় দুস্থ পাহাড়ী-বাঙালীদের মাঝে রিজিয়ন কমান্ডার, রাঙামাটি রিজিয়ন, ব্রিগেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দিন, এনডিসি, পিএসসি কর্তৃক আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন প্রদান এবং চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে আর্থিক অনুদান প্রদান করা হয়।
এসময় রিজিয়ন কমান্ডার বলেন, আমরা গর্বের সাথে বলতে পারি যে, বাংলাদেশ সেনাবাহিনী একটি বৈষম্যহীন প্রতিষ্ঠান এবং আমরা আশা করি সেনাবাহিনীকে অনুকরণীয় হিসেবে গ্রহণ করে ধর্ম, বর্ণ এবং জাতি উপজাতি ভূলে গিয়ে সকলে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে” এছাড়াও যেকোন প্রয়োজনে সেনাবাহিনীর এরুপ সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উল্লেখ্য, রাঙামাটি পার্বত্য জেলায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়নে অসহায় পাহাড়ী ও বাঙালী পরিবারের পাশে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করে আসছে, তাদের জীবনযাত্রার মান উন্নয়নে রাঙামাটি সেনা রিজিয়নের ভূমিকা অনন্য।