হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ-
রাঙ্গামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলায় এনজিও সংস্থা কারিতাস চট্রগ্রাম অঞ্চলের উদ্যোগে ইউনিয়ন পর্যায়ে এ্যাডভোকেসী এন্ড নেটওয়ার্কিং ফোরামের সভার আয়োজন করা হয়েছে।
অদ্য ৭ই ডিসেম্বর রোজ বুধবার সকালে এনজিও সংস্থা সিপিপি পিএইপি-২ কারিতাস প্রকল্পের ব্যবস্থাপনায় আয়োজিত আলোচনা সভাটি হ্যাডম্যান হলরুমে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সত্যজিৎ তংচঞ্চ্যা। এসময় উপস্থিত ছিলেন বান্দরবান সিপিপি পিএইপি জুনিয়র কর্মকর্তা উসিনু মারমা, কারিতাস সিপিপি পিএইপি-২ প্রকল্পের মাঠ কর্মকর্তা সাধন কৃষ্ণ চাকমা, ইউপি সদস্য উদয় কুমার তংচঞ্চ্যা, প্রধান শিক্ষক পাইতুইঅং মারমা, দিলিপ চক্রবর্তী, সুকুমার তালুকদারসহ ইউনিয়ন ফোরামের সাধারণ সম্পাদক লাভনী তংচঞ্চ্যাসহ সকল মাঠ সহায়কবৃন্দ ও ফোরাম সভার সকল সদস্যবৃন্দ এতে উপস্থিত ছিলেন।