হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী:-
রাঙ্গামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলায় বেসরকারি সংস্থা (এনজিও) কারিতাসের উদ্যোগে বিভিন্ন ধরনের কৃষি উপকরণ ও বীজ বিতরণ করা হয়েছে।
১৪ই মার্চ মঙ্গলবার সিপিপি পিএইপি-২ প্রকল্প কারিতাস রাজস্থলী উপজেলা অফিসের উদ্যোগে বিভিন্ন পাড়ার ৬৬ জন জৈবকৃষি সুফলভোগীকে আদা, সবজি, বীজ, হলুদ, কচু, আইপিএম টুল, রিং বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ শাহজাহান, মিঃ কাজল নাথ, সিপিপি পিএইপি-২ প্রকল্প কারিতাস রাজস্থলী উপজেলা মাঠ কর্মকর্তা
মিঃ সাধন কৃষ্ণ চাকমা। এছাড়াও বিভিন্ন পাড়ার সুফলভোগীরা এতে উপস্থিত ছিলেন।