হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী:-
রাঙ্গামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলার এক ভুক্তভোগী কোটি টাকা লাভের আশা এক প্রতারক চক্রের ফাঁদে পড়েছেন এক দায়িত্বশীল ব্যক্তি। খোঁজ নিয়ে জানা যায়, ভুক্তভোগী উপজেলা সদর জামে মসজিদের সহকারি ঈমাম হাবিবুর রহমান।
তিনি বলেন, আমার কাছে বিষয়টি খুব মারাত্মক মনে হচ্ছে। এসব বিষয় মাথায় নিয়ে প্রচন্ড ভুল করে ফেলেছি।
গত ১৩ই ফেব্রুয়ারী সোমবার রাত ৮.৩০ ঘটিকায় আমাকে দুইটি নাম্বার যথাক্রমে, (০১৯৬৫১০৮২৫৪ ও ০১৬১৪৫০৪৩৪১) নাম্বার থেকে হঠাৎ ফোন করে বলেন, আপনি ভাগ্যবান! লটারীতে এক কোটি টাকা পেয়েছেন। আপনি দ্রুত আপনার একাউন্ট থেকে খরচ বাবদ ৬০ হাজার টাকা পাঠিয়ে দিন।
এসব কথা শোনার পর আমি সরল মনে রাতেই বিকাশে একবারে ৪ ধাপে ৫৭ হাজার টাকা বিকাশ করি। পরে তিনি বুঝতে পেরেছেন তিনি প্রতারক চক্রের ফাঁদে পড়েছেন।
তাকে ১ কোটি টাকা পাওয়ার কথা বলে বিকাশ ও নগদে একাউন্ট খরচ পাঠানোর কথা বলা হয়। তিনি তা ৪ ধাপে পাঠিয়ে দেন।
এরপর থেকে প্রতারক চক্র মোবাইল বন্ধ করে লাপাত্তা হয়ে যায়। টাকা হারানোর পর ভুক্তভোগী হাসিবুর রহমান হতাশ হয়ে পড়েন। এ ব্যাপারে তিনি রাজস্থলী থানায় প্রতারক চক্রের বিরুদ্ধে সাধারণ ডায়েরী করবেন বলে জানান। বিষয়টি সম্পর্কে রাজস্থলী থানা অফিসার ইনচার্জ জাকির হোসেন এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, বিষয়টি শুনেছি কিন্তু কেউ জিডি করতে আসেন নি। জিডি করার পর আমরা
আইনানুগ ব্যবস্থা নেবো।