হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ-
রাঙ্গামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলায় নিখোঁজ ছাত্রলীগ নেতা সালাউদ্দিনের উদ্ধারের দাবিতে বাঙ্গালহালিয়া সচেতন নাগরিক কমিটির ডাকা পূর্বঘোষিত দুইদিন হরতাল কর্মসূচির প্রথমদিন শান্তিপুর্ণভাবে পালিত হচ্ছে।
অদ্য ২০ ডিসেম্বর রোজ মঙ্গলবার উপজেলার অন্তর্ভুক্ত রাজস্থলী, চন্দ্রঘোনা ও বান্দরবানের প্রধান সড়কসহ উপজেলার প্রতিটি ইউনিয়ন এবং উপজেলা সদরে শান্তিপূর্ণ হরতাল কর্মসূচি পালন করছে আন্দোলনকারীরা।
এতে উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের প্রধান সাপ্তাহিক বাজারে ক্রেতা বিক্রেতা কেউ না আসায় সাপ্তাহিক বাজারটি মেলেনি ।
মঙ্গলবার ভোর ছয়টা থেকে রাজস্থলী উপজেলা থেকে কোন প্রকার ছোট বড় যানবাহন চলাচল করতে দেখা যায় নি বলে জানিয়েছে আন্দোলন কারীরা।
রাজস্থলী উপজেলার বাস ষ্টেশন, রাজস্থলী বাজার, হ্নারামুখ পাড়া, বড়ইতলা, ইসলামপুর বাজার, মুক্তিযোদ্ধা সড়ক, পাথরবন পাড়া, শফিপুর, বাঙ্গালহালিয়া বাজার, কাকড়াছড়ি সড়ক, আমতলা , বটতলা, ছাগল খাইয়া এলাকায় আন্দোলনকারীদের পিকেটিং করতে দেখা গেছে। পিকেটিংয়ে নেতৃত্ব দেন আন্দোলন কমিটির সভাপতি এমদাদুল হক মিলন, পুলক চৌধুরী, সাবেক ইউপি সদস্য মোতালেব হোসেন, জয়নাল আবেদীন, জাহাঙ্গীর আলম চৌধুরী, ইউপি সদস্য বাদশা আলমঙ্গীর, রেজাউল আলম, মিজানুর রহমান, মাসুম সরদার, মাসুম তালুকদার, কাইয়ুম হোসেন মিরাজ প্রমুখ।
উল্লেখ যে নিখোঁজ সালাউদ্দিনের উদ্ধারের দাবিতে আন্দোলনে কর্মসূচির অংশ হিসেবে বাঙ্গালহালিয়া সচেতন নাগরিক কমিটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ রাজস্থলী উপজেলা চত্বর ও বাঙ্গালহালিয়া বাজারে অনুষ্ঠিত হয়েছিল। আন্দোলন কমিটির সভাপতি এমদাদুল হক মিলন বলেন, শফিপুর এলাকায় বাসিন্দা সাবেক প্রয়াত মজিবুর রহমানের চতুর্থ ছেলে নিখোঁজ সালাউদ্দিন রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নে আমতলী পাড়া নামক এলাকায় নিখোঁজ হয়েছেন। দীর্ঘ ১৫ দিন অতিবাহিত হলেও এখনো তার কোন সন্ধান এখনো মিলেনি।তাই নিখোঁজ সালাউদ্দিনকে উদ্ধার না হওয়া পর্যন্ত নাগরিক কমিটির দিন দিন কঠোর কর্মসূচি হাতে নিবে বলে জানান। আন্দোলনের ৩য় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার ও বুধবার সড়ক অবরোধের প্রথম দিনে শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে বলে জানান তিনি। রাজস্থলী থানার ওসি জাকির হোসেন বলেন, রাজস্থলীতে সচেতন নাগরিক কমিটির ডাকা অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণ ভাবে পালিত হয়েছে।
তবে নিখোঁজ সালাউদ্দিনের উদ্ধারের বিষয়টি জেলা পুলিশ সুপারের নির্দেশ মোতাবেক তাকে উদ্ধারের জন্য সকল প্রকার কৌশল অবলম্বন করা হচ্ছে বলে জানান। অবরোধ শান্তি পূর্ণ অবস্থান বজায় রাখতে রাজস্থলী, বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের সেনা সদস্যরা ও রাজস্থলী, চন্দ্রঘোনা থানার পুলিশ বাহিনীরা বেশ কয়েকটি স্থানে কঠোর অবস্থানে থাকতে দেখা যায়।