হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলী:-
রাঙ্গামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলার রাজস্থলী ও বাঙ্গালহালিয়ায় কাপ্তাই জোন অটল ছাপ্পান্ন রাঙ্গামাটি রিজিয়নের উদ্যোগে রাজস্থলী সাবজোন এবং বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের সার্বিক সহযোহিতায় কাপ্তাই জোন কমান্ডারের নির্দেশনায় দুটি ক্যাম্পে প্রায় এক শতাধিক গরীব ও অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে।
অদ্য ৮ই জানুয়ারি রোজ রবিবার সকাল ১০ঘটিকার সময় গরীব ও অসহায় মানুষের মাঝে প্রতিটি পরিবারকে শীতবস্ত্র তুল দেন রাজস্থলী বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডারগণ।
শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন রাজস্থলী ও বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসারগণ, এলাকার জনপ্রতিনিধি, সেনাবাহিনীর সদস্যবৃন্দ এলাকারগণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংবাদকর্মীগন উপস্থিত ছিলেন।
শতবস্ত্র বিতরণের সময় ক্যাম্প কমান্ডারগণ বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর কাজ শুধুমাত্র জনগনের নিরাপত্তা দেয়া নয় বরং সামাজিকতার অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী শীতবস্ত্র বিতরনসহ নানা জনকল্যাণমুখী কাজ ধারাবাহিকভাবে কাজ করে করে আসছে। সেনাবাহিনী শিক্ষা, স্বাস্থ্য ও আর্থসামাজিক উন্নয়নে অগ্রণী ভূমিকা রেখে আসছে।
বিশেষ করে পাহাড়ে শীতার্ত গরীব অসহায় মানুষের পাশে দাঁড়াতে বিত্তশালী মানুষের পাশাপাশি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনকে এগিয়ে আসার আহবান জানান তাঁরা।
এসময় কমান্ডারগণ আরও বলেন, সন্ত্রাসী চাঁদাবাজরা কারো বন্ধু হতে পারে না, তারা জনগণের শত্রু। তাদের যেকোনো মুল্যে প্রতিহত করতে হবে।
পার্বত্য অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে হলে সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না। এজন্য সকলে ঐক্যবদ্ধ হয়ে এলাকার শান্তি ফিরে আনতে হবে।