হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ-
রাঙ্গামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলার গাইন্দ্যা ইউনিয়নের কলেজ পাড়া এলাকা থেকে গোপন সুত্রের ভিত্তিতে প্রায় ৮৪ ঘনফুট অবৈধভাবে পাচারকালে বিভিন্ন প্রজাতির কাঠের চালান আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
১৩ই ফেব্রুয়ারী রোজ সোমবার সকালে কাপ্তাই জোন (অটল ছাপ্পান্ন বেঙ্গল) জোন কমান্ডারের নির্দেশে রাজস্থলী আর্মি ক্যাম্পের সেনা সদস্যদের নেতৃত্বে এই অবৈধ কাঠের চালান জব্দ করা হয়েছে।
স্থানীয় এলাকাবাসী ও বন বিভাগের সূত্রে জানা যায়, কলেজ পাড়া এলাকায় দিনের বেলায় পাচারের উদ্দেশ্যে কাঠগুলো আনা হলে গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন প্রজাতির এই অবৈধ কাঠের চালান আটক করে রাজস্থলী আর্মি ক্যাম্পের সেনাবাহিনীর একটি দল।
এই অবৈধ কাঠের চালান জব্দের সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে কাঠ পাচারকারী পালিয়ে যায়। আটককৃত কাঠের বাজার মূল্য প্রায় ২ লক্ষ ৫০ হাজার টাকা হবে বলে ধারণা করা হয়েচে।
এদিকে অবৈধভাবে কাঠ পাচাররোধের বিষয়ে কথা হলে বন বিভাগের দায়িত্বরত রাজস্থলীর অতিরিক্ত রেঞ্জ কর্মকর্তা শাহীনুল ইসলাম বলেন, পার্বত্য এলাকার পরিস্থিতির কারণে আমাদের এককভাবে অবৈধ কাঠ পাচার রোধে অভিযান পরিচালনা করা সম্ভব হয় না। গোপন তথ্যের ভিত্তিতে প্রায় সময় আমরা সেনাবাহিনীর সাথে যৌথ অভিযান পরিচালনা করি। ফলে প্রতিনিয়ত অবৈধ কাঠ পাচার রোধে যৌথবাহিনীর সাথে সমন্বয় কর আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
পাচারকালে আটককৃত
গোল কাঠগুলো রাজস্থলী উপজেলা সদর রেন্জকে হস্তান্তর করা হয়েছে এবং বন মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানান রেঞ্জ কর্মকর্তা।
এই বিষয়ে রাজস্থলী ক্যাম্পের অধিনায়ক বলেন, পার্বত্য অঞ্চলে শান্তিচুক্তি বাস্তবায়নের লক্ষ্যে এবং দেশের বনজ সম্পদ রক্ষা ও অবৈধ কাঠ পাচার রোধের জন্য বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন, আমাদের সকলকে মনে রাখতে হবে সবার উপরে দেশ। তারই ধারাবাহিকতায় দেশের জনগণ এবং দেশের সম্পদ রক্ষার জন্য সেনাবাহিনী প্রতিনিয়ত কাজ করে আসছে এবং ভবিষ্যতেও এর ধারাবাহিতা অব্যাহত থাকবে।