হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ-
রাঙ্গামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলার তিনটি ইউনিয়নে (গাইন্দ্যা ঘিলাছড়ি ও বাঙ্গালহালিয়া) আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
অদ্য ১০ই ডিসেম্বর রোজ শনিবার সকালে উপজেলা হলরুমে রাজস্থলী উপজেলা শাখা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে এই সম্মেলনের আয়োজন কর।
উক্ত সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও ইউপি সদস্য জয়নুল আবেদীন তালুকদার।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি উবাচ মারমা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী আওয়ামী লীগের সহসভাপতি ও ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি পুলক বড়ুয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ও বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা।
এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান, বিশেষ বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক পাইশি মারমা, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন সম্পাদক লিটন বড়ুয়া, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কামাল উদ্দিন, মাসাদুর হক, মোঃ আনোয়ার, আব্দুল করিম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব জনি তালুকদার। সভায় বক্তব্য রাখেন মাসুম তালুকদার, বিকাশ বিশ্বাস,বাপ্পা ধর।
অনুষ্ঠানে বক্তারা প্রত্যাশা করেন সেবা, শান্তি, প্রগতি ও নিয়ম শৃঙখলা মেনে যেন নতুন কমিটির যাত্রা শুভ হয়।