হাবীবুল্লাহ মিসবাহ, রাজস্থলীঃ-
রাঙ্গামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলার ১নং ঘিলাছড়ি ইউনিয়নের বৌদ্ধ ধর্মাবলম্বীদের কেন্দ্রীয় মৈত্রী বৌদ্ধবিহারের দায়ক ও দায়িকাদের সহযোগিতায় আচারিয়া গুরুপূজা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ঘিলাছড়ির গুরুপূজা উদযাপন কমিটির উদ্যােগে আয়োজিত এই অনুষ্ঠানটি ৭ ফেব্রুয়ারী মঙ্গলবার দুপুর ১ ঘটি কার সময় বিহারের প্রাঙ্গনে বিহার অধ্যক্ষ ভদন্ত ধর্মানন্দ মহাথেরের ১৬ তম মহান আচরিয়া গুরু পূজা ৫৯ তম সুবর্ণ জন্ম জয়ন্তী ও মহাথের থেকে থের সম্মাননা প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে বিভিন্ন গ্রাম থেকে হাজার হাজার নর-নারী, ভক্তগণ এবং বিভিন্ন বিহারের পূজনীয় ভিক্ষুগণ উপস্থিত ছিলেন।ধর্মদেশনার পরপর গুরু পূজায় পূজনীয় ভদন্ত ধর্মানন্দ মহাথেরকে থের সম্মাননা ও দান দক্ষিণা দান করেন দায়ক দায়িকাবৃন্দ। অনুষ্টানে বুদ্ধমুর্তি প্রতিষ্টা অষ্টপরিসরদান, কল্পতুরু ও আচারিয়াবন্দনা এবং গুরুদেবকে থের সম্মাননা প্রদান করা হয়।